২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন ডলার ছাড়াও রিয়ালে লেনদেন করবে সৌদি আরব

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান - ছবি - এএফপি

তেল-সমৃদ্ধ সৌদি আরব এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রায় লেনদেন করবে। দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।

এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে সৌদি আরব এখন শুধু মাত্র ডলারের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য মুদ্রায়ও লেনদেন করবে।

অর্থমন্ত্রী ব্লুমবার্গ টিভি’কে বলেন, ‘আমরা কিভাবে বাণিজ্যিক লেনদেন করব সেটা নিয়ে আলোচনার কোনো মানেই হয় না। আমরা মার্কিন ডলার, ইউরো অথবা সৌদি রিয়ালেও লেদলেন করতে পারি।’

জাদানের বক্তব্য থেকে এই গুঞ্জন সত্য হতে পারে যে চীনের কাছে ইউয়ানে তেল বিক্রি করার পরিকল্পনা আছে রিয়াদের।

ডিসেম্বরে উপসাগরীয় সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরব নেতাদের বলেন, বেইজিং ইউয়ানে তেল-গ্যাস কেনার জন্য চাপ দিবে। এ থেকে বোঝা যায়, দেশটি চাচ্ছে তাদের মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হোক।

এদিকে অন্য উপসাগরীয় দেশগুলোর মতো সৌদি আরবও কয়েক দশক ধরে ডলারে বাণিজ্য করে আসছে।

বিশ্বজুড়ে তেল বিক্রি হয় মার্কিন ডলারে। সৌদি আরবের এক চতুর্থাংশেরও বেশি অপরিশোধিত তেল রফতানি হয় চীনে। যদি রাজ্যটি ‘পেট্রোইউয়ান’ এর দিকে অগ্রসর হয়, তাহলে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের মান নষ্ট করতে পারে এটি।

অর্থমন্ত্রী জাদান বলেন, ‘চীনের সাথে আমাদের কৌশলগত সম্পর্ক খুব ভালো। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর সাথেও একই রকম সম্পর্ক। আমরা চাই ইউরোপ এবং অন্যান্য দেশগুলোর সাথেও ভালো সম্পর্ক গড়ে তুলতে।’

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement