১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

সম্পর্কোন্নয়নে সৌদি আরব যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

সম্পর্কোন্নয়নে সৌদি আরব যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট - ছবি : সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।

করোনাভাইরাস মহামারীর পর এটি হবে চীনা প্রেসিডেন্টের তৃতীয় বিদেশ সফর এবং সৌদি আরবের প্রথম ভ্রমণ।

'দুদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার' করতে সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফরটি হচ্ছে বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।

সফরকালে প্রাথমিকভাবে ২৯.২৬ বিলিয়ন ডলারের চুক্তি হবে বলে জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, প্রেসিডেন্ট শি রিয়াদে প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলন এবং চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য দেশের সাথে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে চীনা প্রয়াসের মধ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : আলজাজিরা

 


আরো সংবাদ



premium cement