১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন উগ্র ডানপন্থী বেন-গাভির

ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী বেন-গাভির - ছবি - এপি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু উগ্র ডানপন্থী বেন-গাভিরকে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত করেছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি অঞ্চল ও পূর্ব জেরুসালেম সম্পর্কে বেন-গাভি অতি-উগ্রবাদী, সহিংস এবং নেতিবাচক মনোভাব পোষণ করেন।

২০০৭ সালে তার বিরুদ্ধে আরবদের বর্ণবাদী উস্কানি দেয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সন্ত্রাসী তকমা দেয়া একটি গোষ্ঠীকে সমর্থনেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

অবরুদ্ধ পশ্চিতীরের সীমান্তবর্তী পুলিশের দায়িত্বও বেন-গাভিকে দেয়া হয়েছে।

এদিকে ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম আরব নিউজকে বলেছেন, ‘বেন-গাভিকে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত করায় ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলিদের বেশি উদ্বিগ্ন হওয়া উচিত।’

তিনি বলেন, ‘বেন-গাভি তাদের (ইসরাইলি) নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, যার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধও করতে পারবেন না।’

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement