০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের সতর্কতা


মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিনের বিক্ষোভ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলির পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে ইরান।

ইসলামী প্রজাতন্ত্রে নারীর কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী মাহসা আমিনি পুলিশের হাতে গ্রেফতারের পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুকে কেন্দ্র করে ইরান জুড়ে রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

ইরান অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ তার শত্রুদের দায়ি করেছে। ওই সহিংসতায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীসহ কয়েক ডজন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী।

গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বুধবার বলেছেন,‘আমি সৌদি আরবকে বলতে চাই যে আমরা প্রতিবেশী হওয়ার কারণে আমাদের ও এই অঞ্চলের অন্য দেশের ভাগ্য একে অন্যের সাথে যুক্ত।‘

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘ইরানের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যে কোনো অস্থিতিশীলতা সংক্রামক এবং ইরানের যেকোনো অস্থিতিশীলতা এই অঞ্চলের দেশগুলোর জন্য সংক্রামক হতে পারে।‘

মন্ত্রী বলেন,‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত কৌশলগত ধৈর্য অবলম্বন করেছে। তবে এটি গ্যারান্টি দিতে পারে না, তারা এই কৌশলগত ধৈর্য বেশি দিন বজায় রাখবে।‘

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement