২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

লেবানন অভিমুখী ইরানি জ্বালানি তেলের বহরে বিমান হামলা

লেবানন অভিমুখী ইরানি জ্বালানি তেলের বহরে বিমান হামলা - ছবি : পার্সটুডে

লেবানন অভিমুখী ইরানি জ্বালানি তেলের ট্যাংকারের একটি বহরে বিমান হামলা হয়েছে। ইরাকি সূত্রগুলো জানিয়েছে, ইরাক-সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় ওই হামলা হয়। ইরাক ও সিরিয়া হয়ে ট্যাংকারের বহরটির লেবাননে প্রবেশের কথা ছিল।

বুধবার সকালে চালানো ওই হামলার ধরণ ও হতাহত সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।

ইরাকি সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার সাথে দেশটির আল-কায়েম সীমান্তের কাছে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার সময় এই এলাকার আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের শব্দ শোনা যায়।

তবে স্থানীয় একাধিক সূত্র বলেছে, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলার একই সময়ে জ্বালানি বহরে হামলা হয়েছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement