২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জুমার নামাজ পড়িয়ে প্রশংসিত পাম্পের কর্মচারী, পেলেন সম্মাননাও

জুমার নামাজ পড়িয়ে প্রশংসিত পাম্পের কর্মচারী, পেলেন সম্মাননাও - ছবি : সংগৃহীত

জুমার দিন। মুসল্লিরা সবাই অপেক্ষমান, ইমাম আসবেন কিন্তু অনিবার্য কারণে ইমামের আসতে দেরি হলো। তাই জুমার খুতবা ও নামাজ পড়াতে সামনে এগিয়ে আসলেন পেট্রল পাম্পের এক কর্মচারী। শুধু তাই নয়; তিনি এত সুন্দর করে খুতবা দিলেন এবং নামাজ পড়ালেন যে, মুগ্ধ হলেন মুসল্লিরা। এজন্য ওই কর্মচারীকে সম্মাননা দিয়েছেন তারা।

এর আগে কোনো এক শুক্রবার দারুণ এ ঘটনাটি ঘটেছে কাতারের একটি মসজিদে। প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়, ওই কর্মচারীর নাম আবদুর রহমান আবদুর রশিদ। তার বাড়ি উগান্ডায়।

তিনি পাম্পের ইউনিফর্ম পরেই খুতবা দেন এবং নামাজ পড়ান। কাজের পোশাকে অত্যন্ত বিশুদ্ধ আরবিতে খুতবা দেয়া ও সুরলিত কণ্ঠে নামাজ পড়ানোর এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন।

ইমামের অনুপস্থিতিতে জুমার নামাজে তাৎক্ষণিক ভূমিকা পালন করায় আবদুর রশিদের জন্য বিশেষ সম্মাননার আয়োজন করে কাতারের শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আজয়াল এডুকেশন সেন্টার। প্রতিষ্ঠানটির তরফ থেকে তাকে অভিনন্দন জানানোর আয়োজন করা হয়। সেখানকার শিশু শিক্ষার্থীরা তাকে ফুল ও করতালির মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানায়।

সূত্র জানায়, মানুষকে বাহ্যিক বেশভূষা দিয়ে নয়; বরং তার মানবিক আচরণ ও সুন্দর ব্যবহার দিয়ে যাচাই করার মনোভাব ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী আয়োজন করে আজয়াল এডুকেশন সেন্টার।

টুইট বার্তায় সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ইসলামী শিষ্টাচার ও মানবিক মূলবোধ প্রসারের লক্ষ্যে পাম্পে কর্মরত উগান্ডার কর্মচারীকে সম্মাননা দেয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের নিজ দেশে ৫ বছর পর ফিরল দিপক চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান

সকল