১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

সঙ্কটে তেল বেচে সৌদি কোম্পানি আরামকোর লাভ দ্বিগুণ

সঙ্কটে তেল বেচে সৌদি কোম্পানি আরামকোর লাভ দ্বিগুণ - ছবি : সংগৃহীত

সঙ্কটে তেল বেচে সৌদি আরবের কোম্পানি আরামকোর দ্বিগুণ মুনাফা অর্জিত হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৭.৯ বিলিয়ন ডলার লাভ করেছে আরামকো।

তেল কোম্পানি সৌদি আরামকো রোববার জানিয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তারা ৪৮.৪ বিলিয়ন ডলার বা প্রায় চার লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ করেছে।

গতবছর একই সময়ে লাভ হয়েছিল ২৫.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এবার প্রায় ৯০ শতাংশ বেশি লাভ হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আরামকোর লাভের পরিমাণ ছিল ৩৯.৫ বিলিয়ন ডলার।

অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৭.৯ বিলিয়ন ডলার লাভ করেছে আরামকো। গতবছর একই সময়ে লাভের পরিমাণ ছিল ৪৭.২ বিলিয়ন ডলার।

করোনা মহামারীর পর বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রম জোরদার হওয়ায় তেলের চাহিদা বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল। জুন মাসে তেলের দাম সবচেয়ে বেশি ছিল। পরে তা ব্যারেলপ্রতি ৩০ ডলারের বেশি কমে এলেও এখনো তা ১০০ ডলারের আশেপাশে রয়েছে।

সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎস আরামকো চলতি বছরের শুরুতে কিছুদিনের জন্য অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল। এখন সেই তালিকায় আরামকোর অবস্থান দুই নম্বরে।

সৌদি কর্তৃপক্ষ রাজস্ব আয়ের আরো উৎসের খোঁজ শুরু করলেও এখনো তেল ও গ্যাস বিক্রি থেকেই সবচেয়ে বেশি আয় করছে।

আরামকো প্রেসিডেন্ট আমিন নাসের আশা করছেন চলতি দশকে তেলের চাহিদা আরো বাড়বে।

বর্তমানে দিনে এক কোটি ব্যারেল তেল উৎপাদন করছে সৌদি আরব।

ক্রাউন প্রিন্স সালমান গতমাসে জানিয়েছিলেন, দেশটির সর্বোচ্চ উৎপাদনক্ষমতা দিনে প্রায় এক কোটি ৩০ লাখ ব্যারেল।

সৌদি তেলের প্রধান ক্রেতা চীন (২০২০ সালে ২৪.৭ বিলিয়ন ডলার) এরপরে আছে জাপান (১৫.১ বিলিয়ন), দক্ষিণ কোরিয়া (১২.৮ বিলিয়ন), ভারত (১১.৮ বিলিয়ন) ও যুক্তরাষ্ট্র (৬.৬ বিলিয়ন)।

সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার! আফ্রিদির সাথে বিবাদের বিষয়ে কথা বললেন বাবর বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চান রোহিত অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান ইউক্রেনের ২০টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র নিষ্কিৃয় করল রাশিয়া তালেবানকে আফগান মাটি অন্যদের ব্যবহারের সুযোগ না দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। গত দুই দিনের রেকর্ডের পর চুয়াডাঙ্গায় আজও বইছে তীব্র তাপদাহ বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা, নানা আটক

সকল