২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সকল বয়সী শিশুকে মক্কার মসজিদ আল হারামে প্রবেশের অনুমতি

সকল বয়সী শিশুকে মক্কার মসজিদ আল হারামে প্রবেশের অনুমতি - ছবি : সংগৃহীত

মক্কার মসজিদ আল হারামে সকল বয়সী শিশুদের প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শনিবার এ ঘোষণাটি দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণাটি তাদের সরকারি টুইটারের মাধ্যমে প্রকাশত হয়। এতে বলা হয়, মা-বাবারা তাদের সন্তানদের এখন থেকে সাথে করে মসজিদ আল হারামে নিয়ে যেতে পারবেন।

এতে ব্যাখ্যা দিয়ে বল হয় যে পাঁচ বছরের বেশি শিশুদের ক্ষেত্রে ইতমারনা আবেদনের মাধ্যমে যথাযথ অনুমতি নিতে হবে।

আর যেসব অভিভাবক তাদের পাঁচ বছরের কম বয়সী শিশুকে নিতে চান, তারা কোনো ধরনের অনুমোদনপত্র ছাড়াই মসজিদ আল হারামে নিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, যেকোনো দেশ থেকে যেকোনো উদ্দেশ্যেই সৌদি আরব আসুক না কেন সকল ধরনের ভিসাধারীকেই এখন থেকে ওমরাহ করার সুযোগ দেয়া হবে।

সূত্র : সৌদি গ্যাজেট


আরো সংবাদ



premium cement