২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সৌদি আরব আর আমিরাতের কাছে লেসার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায় ইসরাইল

সৌদি আরব আর আমিরাতের কাছে লেসার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায় ইসরাইল - ছবি : সংগৃহীত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে আয়রন বিম ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চায় ইসরাইল। আর এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের সময় তার কাছে অনুমতি চাইবে ইসরাইল।

একই নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়, আয়রন বিম হলো ইসরাইলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো দিয়ে আয়রন ডোমের তুলনায় অনেক কম ব্যয়ে ড্রোন ও রকেট ভূপাতিত করা যায়।

আই২৪ নিউজের সিনিয়র মার্কিন প্রতিনিধি মাইক ওয়াগেনহেইম বলেন, এই বিক্রির খবর তেহরানের কাছে একটি বার্তা যে ইসরাইল-আরব জোট আন্তরিক ও তারা বাড়ছে।

তিনি বলেন, ইরানিরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে দুবার বা তিনবার ভাবতে বাধ্য হবে।

ইসরাইলি প্রতিরক্ষা ঠিকাদার রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এই লেসার ডিফেন্স প্রযুক্তি উদ্ভাবন ও প্রস্তুত করেছে। তারা ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ার শোয়ে তা প্রদর্শন করে।

সূত্র : মিডলইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement

সকল