২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিরিনকে স্মরণ রাখতে জমজ সন্তানের বাবার অভিনব উদ্যোগ

শিরিনকে স্মরণ রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন এক বাবা। - ছবি : সংগৃহীত

নিজের জমজ সন্তানদের নাম ‘শিরিন’ ও ‘জেনিন’ রেখেছেন এক ফিলিস্তিনি বাবা। রোববার নবজাতক দুটি পৃথিবীর আলো দেখে বলে জানায় আলজাজিরা।

সন্তান দুটির বাবার নাম মোহাম্মদ আবু সাবিত। তিনি জানালেন, শিরিন আবু আকলেহ ও তার হত্যার স্থানটিকে স্মরণীয় রাখতে নাম দুটি নির্বাচন করেন তিনি।

ফিলিস্তিনসহ আরব বিশ্বে মোহাম্মদ আবু সাবিতের এই অভিনব উদ্যোগ মন কেড়েছে অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমে জমজ দুই শিশুর ছবি শেয়ার করে নানারকম ইতিবাচক মন্তব্য করছেন তারা।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই নবজাতকের গায়ে শিরিন আবু আকলেহর ছবি সম্বলিত জামা। একজনের জামায় লেখা ‘শিরিন’, অন্যজনের ‘জেনিন’। একইসাথে ‘আবু আকলেহর অন্তর থেকে তোমাদের সাথে ফিলিস্তিন’ বাক্যটিও লেখা দুজনের জামাতেই।

শিরিনকে হত্যার পর নবজাতকের নাম ‘শিরিন’ রাখার ঘটনা এটাই প্রথম নয়; বরং এর আগেও একাধিক বাবা নিজেদের নবজাতকের নাম শিরিন রেখেছেন। কিন্তু তাদের সাথে মোহাম্মদ আবু সাবিতের অভিনবত্ব হলো- তিনি শিরিনের সাথে সাথে তাকে হত্যার স্থানটির স্মরণেও সন্তানদের নাম রাখলেন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement