২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইএসের দখল থেকে ঘোয়ারান কারাগার মুক্ত করতে যাচ্ছে কুর্দি সেনারা

মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স কমান্ডোরা ঘোয়ারান কারাগারে অভিযান চালাচ্ছে - ছবি : সংগৃহীত

সিরিয়ার কুর্দি সেনারা আইএসের দখল থেকে ঘোয়ারান কারাগার মুক্ত করার ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। এ সময় অসংখ্য উগ্রবাদী আইএস সদস্যকেও আটক করা হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

সিরিয়ার কুর্দি সেনারা বলেছে, গত সপ্তাহ থেকে উগ্রবাদী আইএস সদস্যদের দ্বারা অবরুদ্ধ সিরিয়ার ঘোয়ারান কারাগার মুক্ত করার ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে তারা। উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরের এ ঘোয়ারান কারাগার মুক্ত করার ক্ষেত্রে তাদের অভিযান এখন শেষের দিকে। এ অভিযানের সময় আরো ২৫০ উগ্রবাদী আইএস সদস্যকে আটক করা হয়।

সোমবার ৩০০ উগ্রবাদী আইএস সদস্য ওই সিরিয়ান কুর্দি সেনাদের কাছে আত্মসমর্পন করে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স কমান্ডোরা (এসডিএফ) ওই কারাগারের মধ্যে অভিযান চালাচ্ছিলো।

এ সঙ্ঘাতের সূচনা হয় বুধবার। ওই সময় উগ্রবাদী আইএস সদস্যদের দ্বারা বেদখল হওয়া এ ঘোয়ারান কারাগার মুক্ত করার জন্য অভিযান চালায় এসডিএফ। তবে এখনো অসংখ্য আইএস সদস্য ওই বিশাল কারাগারে লুকিয়ে আছে। তারা কারাগারের প্রহরী ও কিছু শিশুকে জিম্মি করেছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরের এ ঘোয়ারান কারাগার দখল নিয়ে শুরু হওয়া এ যুদ্ধে ১৬০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১৪ জন উগ্রবাদী আইএস সদস্য ও ৪৫ জন কুর্দি যোদ্ধা।

এদিকে মঙ্গলবার জাতিসঙ্ঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, সিরিয়ার এ ঘোয়ারান কারাগারে ৮৫০ শিশু জিম্মি আছে। তারা যেকোনো সময় ক্রসফায়ারের মধ্যে পড়তে পারে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা, আটক ৪ মেহেদির রঙ শুকানোর আগেই দুর্ঘটনায় তরুণ নিহত ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের

সকল