২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দিল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ - ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাউছিদের ড্রোন হামলার সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার তিনি এ ড্রোন হামলার নিন্দা করেন এবং সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেন।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাউছিরা ড্রোন হামলা চালায়। এরপর এক চিঠিতে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেন বেনেট। ওই চিঠিতে তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা থেকে রক্ষা পাওয়া যায়, তার জন্যই তিনি এমন প্রস্তাব দিয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তিনি ইসরাইলের নিরাপত্তা বিভাগকে নির্দেশ দিয়েছেন যেন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ তার দেশের নিরাপত্তার জন্য যা চাইবেন, তাই দেয়া হয়।

এদিকে নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে ওই চিঠিটি সংযুক্ত করেন এবং বলেন, আবুধাবিতে ইরান সমর্থিত হাউছিরা যে ড্রোন হামলা করেছে আমি তার চরম নিন্দা করছি। এছাড়া তিনি ওই হামলায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতের পাশে আছে ইসরাইল। আমি মোহাম্মদ বিন জায়েদের পাশে আছি।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সন্দেহজনক এক ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া এ হামলায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক নির্মাণ প্রকল্পে আগুন ধরে যায়। ইয়েমেনের হাউছিরা এ হামলার দায় স্বীকার করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল