১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দিল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ - ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাউছিদের ড্রোন হামলার সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার তিনি এ ড্রোন হামলার নিন্দা করেন এবং সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেন।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাউছিরা ড্রোন হামলা চালায়। এরপর এক চিঠিতে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেন বেনেট। ওই চিঠিতে তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা থেকে রক্ষা পাওয়া যায়, তার জন্যই তিনি এমন প্রস্তাব দিয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, তিনি ইসরাইলের নিরাপত্তা বিভাগকে নির্দেশ দিয়েছেন যেন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ তার দেশের নিরাপত্তার জন্য যা চাইবেন, তাই দেয়া হয়।

এদিকে নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে ওই চিঠিটি সংযুক্ত করেন এবং বলেন, আবুধাবিতে ইরান সমর্থিত হাউছিরা যে ড্রোন হামলা করেছে আমি তার চরম নিন্দা করছি। এছাড়া তিনি ওই হামলায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতের পাশে আছে ইসরাইল। আমি মোহাম্মদ বিন জায়েদের পাশে আছি।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সন্দেহজনক এক ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া এ হামলায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক নির্মাণ প্রকল্পে আগুন ধরে যায়। ইয়েমেনের হাউছিরা এ হামলার দায় স্বীকার করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল