২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আবুধাবিতে ড্রোন হামলা, নিহত ৩

আবুধাবি শহর, ইনসেটে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য - ছবি : এএফপি ও সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সন্দেহজনক এক ড্রোন হামলায় তিন তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার আবুধাবির পুলিশ এই তথ্য জানায়।

এদিকে ইয়েমেনের সশস্ত্র হাউছি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, তারা ‘সংযুক্ত আরব আমিরাতের গভীরে’ অভিযান চালিয়েছেন। পরে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আবুধাবির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শহরের শিল্পাঞ্চল মুসাফফায় আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানির (এডিএনওসি) এক সংরক্ষণাগারের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক নির্মাণ প্রকল্পের কাছে আগুন ধরে যায়।

নিহতদের মধ্যে দুইজন ভারতীয় ও একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। অপরদিকে আহতদের কোনো বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির (ওয়াম) খবরে পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে নির্দেশ করছে ড্রোনের মতো ক্ষুদ্র উড়ন্ত কোনো বস্তু দুই এলাকায় পড়ে এবং সম্ভবত তাতেই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে।’

ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়।

ইরান সমর্থিত উত্তর ইয়েমেনভিত্তিক হাউছি বিদ্রোহীরা বিভিন্ন সময়ই ইয়েমেনের সরকারকে সমর্থন দেয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও মিসাইল হামলা করে আসছে।

এদিকে এই মাসের শুরুতে লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ দখল করে হাউছি বিদ্রোহীরা। তাদের দাবি, এই জাহাজে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিলো।

অপরদিকে আমিরাতের দাবি, ইয়েমেনের সোকতরা দ্বীপ থেকে সৌদি আরবের জাজানগামী এই জাহাজটিতে চিকিৎসা সরঞ্জাম ছিলো।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ হাউছিদের নিকট এই জাহাজকে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছিলো।

২০১১ সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনে দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে।

বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ২০১৪ সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউছিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি।

ছয় বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউছি নিয়ন্ত্রিত সানাকেন্দ্রীক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেনকেন্দ্রীক দক্ষিণাঞ্চলীয় সরকারের অধীন দক্ষিণ ইয়েমেনে বিভক্ত হয়ে পড়ে।

২০২০ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি মধ্যস্থতায় দক্ষিণের সব শক্তিকে একত্রিত করে নতুন এক ঐক্য সরকার গঠন করা হয়। সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি ও আমিরাতের সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এসটিসিকে একত্রিত করে এই সরকার গঠিত হয়।

ইয়েমেনে চলমান যুদ্ধ-সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক লোকজন। এছাড়া যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

ছয় বছরের টানা যুদ্ধ ও অবরোধে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন। ইতোমধ্যে ক্ষুধায় ৫০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে দেশটিতে। ইয়েমেনের চলমান পরিস্থিতিকে বিশ্বের নিকৃষ্টতম মানবসৃষ্ট মানবিক সংকট হিসেবে হিসেবে বর্ণনা করেছে জাতিসঙ্ঘ।

সূত্র : আলজাজিরা ও আল-আরাবিয়া


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল