২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা

 সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা
সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা -

ইসরাইল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমান থেকে লাতাকিয়া সমুদ্রবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গত রাত ১টা ২৩ মিনিটের সময় এই হামলা হয় বলে সিরিয়ার সামরিক সূত্র বার্তা সংস্থা সানাকে জানিয়েছে। লাতাকিয়া সমুদ্র বন্দর ভূমধ্যসাগরে অবস্থিত।

ইসরাইলি বিমান হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে বন্দরের বাণিজ্যিক এলাকার বেশ কিছু কন্টেইনার ও গাড়িতে আগুন ধরে যায়। সানার খবর অনুসারে, লাতাকিয়া শহর থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করেছে।

লাতাকিয়া হচ্ছে সিরিয়ার পঞ্চম বৃহত্তম শহর তবে লাতাকিয়া সমুদ্রবন্দর দেশের সবচেয়ে বড় ও জীবনরক্ষাকারী বন্দর।

সিরিয়ায় ২০১১ সালে বিদেশী মদদপুষ্ট গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর থেকে ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। সিরিয়ার সামরিক বাহিনীও এসব হামলা প্রতিহত করছে। বিশেষজ্ঞরা বলছেন, উগ্রবাদী গোষ্ঠী আইএসকে সমর্থন দিতেই মূলত ইসরাইল এসব আগ্রাসন চালিয়ে আসছে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement

সকল