২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের তথ্য প্রকাশ করেনি সিরিয়া!

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করার বিষয়ে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ওপিসিডব্লিউ’ - ছবি : সংগৃহীত

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করার বিষয়ে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ওপিসিডব্লিউ’-এর সাধারণ পরিচালক ফার্নান্দো আরিয়াস বলেন, সিরিয়া এখনো তাদের সমগ্র রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের তথ্য প্রকাশ করেনি। এছাড়া ওপিসিডব্লিউ-এর কোনো পরিদর্শককেও তাদের দেশ ভ্রমণের অনুমতি দেয়নি।

সোমবারের বৈঠকে ওপিসিডব্লিউর সাধারণ পরিচালক ফার্নান্দো আরিয়াস বলেন, রাসায়নিক অস্ত্রের বিষয়ে সিরিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বিষয়ে এখন তারা আগ্রহ দেখাচ্ছে না। রাসায়নিক অস্ত্রের বিষয়ে আমাদের পরামর্শ অনুসারে কোনো পদক্ষেপ নেয়নি তারা। এ কারণে, আমরা ধারণা করছি যে রাসায়নিক অস্ত্রের বিষয়ে সিরিয়ার বর্তমান পদক্ষেপগুলো সম্পূর্ণ সঠিক নয়। কারণ, তারা ওপিসিডব্লিউ-এর কোনো পরিদর্শককেও তাদের দেশ ভ্রমণের বা তাদের কার্যক্রম চালানোর অনুমতি দিচ্ছে না। এমনকি সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ও উৎপাদ সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্যও আমাদের দেয়া হচ্ছে না।

তিনি বলেন, এ বিষয়ে জানার জন্য আমরা সিরিয়ার পররাষ্ট্রন্ত্রীর সাথে আলোচনা করব।

এদিকে সিরিয়া তাদের কাছে কোনো ধরনের রাসায়নিক অস্ত্র থাকার তথ্য স্বীকার করেনি। সিরিয়া কর্তৃপক্ষের বক্তব্য, ২০১৩ সালে তারা তাদের সমগ্র রাসায়নিক অস্ত্র ভাণ্ডার তুলে দিয়েছে মার্কিন ও রুশ কর্তৃপক্ষের কাছে। একটি চুক্তির আওতায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। সিরিয়ার ঘৌটা এলাকায় কুখ্যাত রাসায়নিক হামলার পরে এ চুক্তি হয়। ওই সময় ঘৌটায় রাসায়নিক অস্ত্রের হামলায় ১৪০০ ব্যক্তি নিহত হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল