২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সিরিয়ার বাগুজে মার্কিন বিমান হামলার পুনরায় তদন্ত করছে পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দফতর-সিরিয়ার বাগুজে মার্কিন বিমান হামলার পুনরায় তদন্ত করছে পেন্টাগন
বাগুজে বিমান হামলায় সৃষ্ট ধোঁয়া - ছবি : আলজাজিরা/এপি

সিরিয়ার দেইর আজ-জর প্রদেশের বাগুজ শহরে ২০১৯ সালের মার্কিন বিমান হামলায় বেসামরিক হতাহতের বিষয়ে পুনরায় তদন্তে মার্কিন প্রতিরক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি জানান, মার্কিন সেনাবাহিনীর কমান্ড প্রধান জেনারেল মাইকেল গ্যারেটের নেতৃত্বে নতুন এই তদন্ত করা হবে।

কিরবি আরো বলেন, নতুন তদন্তে এই ঘটনার 'নথি লিপিবদ্ধ ও প্রতিবেদনের প্রক্রিয়া' সম্পর্কে নিরীক্ষণ করা হবে।

৯০ দিনের মধ্যে এই তদন্ত শেষ করা হবে জানিয়ে কিরবি বলেন, এতে আরো মূল্যায়ন করা হবে, ঘটনার জন্য 'জবাবদিহিতা' যথাযথভাবে আদায় করা হয়েছিলো কি না।

২০১৯ সালের ১৮ মার্চ, সিরিয়া-ইরাক সীমান্তবর্তী অঞ্চলে উগ্রবাদি সংগঠন আইএসের সাথে সংঘর্ষে মার্কিন বাহিনী বাগুজ শহরে বিমান হামলা চালায়। ওই হামলায় ৭০ জন লোক হতাহত হয়।

চলতি বছরের ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওই হামলায় নিহতরা বেসামরিক লোক। মার্কিন সামরিক বাহিনী কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই বিমান হামলার মাধ্যমে নারী-শিশুসহ ৭০ বেসামরিক লোককে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই স্থানটি বুলডোজারের সাহায্যে মার্কিন নেতৃত্বের কোয়ালিশন বাহিনী মাটির সাথে মিশিয়ে দেয় এবং ঘটনার সংশ্লিষ্ট সব প্রতিবেদন ও নথিপত্র গোপন করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের পর ১৪ নভেম্বর মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বাগুজ শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ‘বৈধ আত্মরক্ষামূলক’ হামলা বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বলেন, নিহতদের সকলের অবস্থা মূল্যায়ন সম্ভব হয়নি। কিছু নারী ও শিশুও যুদ্ধক্ষেত্রে অস্ত্র তুলে নিয়েছিলো এবং তাই তাদের বেসামরিক হিসেবে শ্রেণীভুক্ত করা যায় না।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ ছোট দেশ কাতার অর্থনীতি ও কূটনীতিতে যেভাবে এত এগোল আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত নারীর মৃত্যু ‘মুসলিমদের সম্পদ পুনর্বণ্টন’ অভিযোগ মোদির, এফআইআর সিপিএমের প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি

সকল