২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইরাকে সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর বাগদাদে বিক্ষোভ

ইরাকে সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর বাগদাদে বিক্ষোভ চলছে - ছবি : সংগৃহীত

২০২১ সালের ১০ অক্টোবর তারিখে ইরাকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর দেশটির রাজধানী বাগদাদে বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার বাগদাদে এ বিক্ষোভ শুরু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইরাকের রাজনৈতিক জোট ফাতাহ অ্যালায়েন্সের সাথে সংশ্লিষ্ট শত শত বিক্ষোভকারী এ আন্দোলনে অংশ নিয়েছে। বিভিন্ন দলের এ জোটে ইরানপন্থী হাশদ আল-শাবি নামের আধাসামরিক বাহিনীর সদস্যরাও যুক্ত আছেন। এ বিক্ষোভ চলার সময় আন্দোলনকারীরা ইরাকের গ্রিন জোন এলাকায় প্রবেশের চেষ্টা করে। এ গ্রিন জোন এলাকায় ইরাকি সরকারে বিভিন্ন সরকারি দফতর ও বিদেশী দূতাবাস আছে।

এ বিক্ষোভকারীরা আন্দোলন করা সময় ইরাকি পুলিশের হাতে বাধাপ্রাপ্ত হওয়ার পরেও দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

ইরাকের সাধারণ নির্বাচনের ফলে দেখা গেছে যে শিয়া নেতা মোকতাদা আল-সদর নেতৃত্বাধীন জোট মোট ৩২৯ আসনের মধ্যে ৭৩ আসন জয় করে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে ইরানপন্থী রাজনৈতিক জোট ফাতাহ অ্যালায়েন্স পেয়েছে ২০টিরও কম আসন। অথচ এর আগে ২০১৮ সনের নির্বাচনে তারা ৪৭ আসন পেয়েছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement