২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরার অনুমতি দেবে সৌদি

সৌদি আরব-বিধিনিষেধ-ওমরা
মসজিদুল হারামে নামাজ আদায় করছেন ওমরা পালনকারী ও মুসল্লিরা - ছবি : সংগৃহীত

ওমরা করার জন্য বাইরে থেকে আসা বিদেশীদের বয়সের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। ১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরা করার অনুমতির সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সৌদি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

এর আগে সৌদি আরবে বিদেশীদের ওমরা পালনে ১৮ থেকে ৫০ বছরের নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেয়া হয়েছিলো।

নতুন নিয়মের অধীনে সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ব্যবস্থাপনার অধীনে বিদেশী বয়স্ক নাগরিকরা ওমরা পালন করতে পারবেন।

অপরদিকে ১৮ বছরের নিচে থাকা বিদেশী নাগরিকরা ওমরা পালন করতে পারবে না।

অবশ্য সৌদি আরবে বাস করা ১২ বছর থেকে তদুর্ধ্ব বয়সী দেশটির নাগরিক ও বিদেশীরা করোনা প্রতিরোধের দুই ডোজ টিকা নেয়া সাপেক্ষে উমরা করতে পারবেন এবং মসজিদুল হারামে এসে নামাজ আদায় করতে পারবেন।

বর্তমানে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় টিকা নেয়া সাপেক্ষে ইতমারনা ও তাওক্কালনা অ্যাপের মাধ্যমে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীবে প্রবেশের অনুমতি দিচ্ছে।

নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিধান তুলে নেয়া হলেও এখনো মসজিদের অভ্যন্তরে মাস্ক পরার নির্দেশনা চালু রয়েছে।

সূত্র : সৌদি গেজেট


আরো সংবাদ



premium cement