২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ইহুদিদের হামলা

পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি ইহুদিদের হামলা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইহুদিরা - সংগৃহীত

অবৈধ ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের বোরকা এলাকার ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। এ সময় ফিলিস্তিনিদের ওপর ও তাদের বাড়ি-ঘরে পাথর ছুড়ে ও সরাসরি গুলি চালিয়ে হামলা করে ইহুদি বসতি স্থাপনকারীরা। বুধবার ইসরাইলি ইহুদিরা এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী গাসসান দাঘলাস বলেন, ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা চুপিচুপি ফিলিস্তিনিদের গ্রামে প্রবেশ করে। এরপর তারা ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে পাথর ছুড়ে ও সরাসরি গুলি চালায়। একই সময়ে নাবলুস-জেনিন সড়কে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। এ হামলায় ফিলিস্তিনিদের কয়েকটি গাড়ি ধ্বংস হয়।

দিনের শুরুতে রামাল্লা শহরের কাছে উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের গাড়িতে হামলা চালালে তিন ফিলিস্তিনি আহত হন। আহত তিন ফিলিস্তিনির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতরভাবে আহত এ ফিলিস্তিনিকে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময় গাড়িতে থাকা ওই ফিলিস্তিনির ছেলেও আহত হন।

অন্য এক ঘটনায় দেখা গেছে উগ্রবাদী ইহুদিদের হামলায় আরো এক ফিলিস্তিনি মারাত্মক আহত হয়েছেন। নাবলুস শহরের উত্তরাঞ্চলে ডুমা গ্রামে উগ্রবাদী ইহুদিদের হামলায় ওই ফিলিস্তিনির গাড়ির কাচ ভেঙে গেলে তিনি আহত হন। মঙ্গলবার দিন ১৫ বছর বয়সী এক মেয়েও অহত হয়েছেন। ওই মেয়েটি গাড়িতে অবস্থানকালে তার ওপর ইহুদিরা আক্রমণ করলে তিনি আহত হন।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের গাড়ি ও ফিলিস্তিনি যাত্রীদের ওপর উগ্রবাদী ইহুদিরা হামলা বাড়িয়ে দিয়েছে। পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের সামনেই এসব হামলা হচ্ছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে ইসরাইলি সরকারের প্রত্যক্ষ সমর্থনে উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর এসব হামলা করছে। উগ্রবাদী ইহুদিদের আক্রমণ থেকে ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান

সকল