২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সৌদি আরবের কার্বন নিঃসরণ শূন্যে নামানো হবে : সৌদি যুবরাজ

সম্মেলনে ভিডিওবার্তায় বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান - ছবি : সংগৃহীত

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল-সউদ বলেছেন, ২০৬০ সালের মধ্যে সৌদি আরবে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনা হবে।

শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি গ্রিন ইনেশিয়েটিভ ফোরামের আয়োজিত এক সম্মেলনে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি।

সৌদি যুবরাজ বলেন, শূন্য অপচয়ের ভিত্তিতে কার্বন সার্কুলার ইকোনমি গ্রহণের মাধ্যমে প্রতিবছর ২৭ কোটি টনের বেশি কার্বন নিঃসরণ কমানো হবে।

তিনি বলেন, প্রাথমিক লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে প্রতিবছরে ২৭ কোটি ৬০ লাখ টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

একইসাথে ২০৩০ সালের মধ্যে ৩০ ভাগ মিথেন গ্যাস নিঃসরণ কমিয়ে আনা হবে বলে জানান তিনি।

মোহাম্মদ বিন সালমান বলেন, ২০৩০ সালের মধ্যেই সৌদি আরবে ৪৫ কোটি গাছ রোপন এবং ৮০ লাখ হেক্টর পতিত জমি আবাদ করা হবে, যা কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সহায়তা করবে।

সৌদি যুবরাজ বলেন, কার্বন নিঃসরণের হার শূন্য নামিয়ে আনতে সৌদি আরবে নবায়নযোগ্য অর্থনীতির বিকাশ ঘটাতে হবে। এই লক্ষ্যে প্রথম ধাপে সাত হাজার কোটি সৌদি রিয়াল (এক লাখ ৫৯ হাজার কোটি টাকা) প্রদান করা হবে।

এদিকে সম্মেলনে অংশগ্রহণকারী সৌদি জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান আল-সউদ বলেছেন, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ২০৬০ সালের লক্ষ্যমাত্রা আরো আগেই অর্জন করা সম্ভব যদি প্রযুক্তির যথাযথ ব্যবহার করা হয়।

তিনি বলেন, বিশ্বের উচিত সব উৎস থেকেই শক্তি ব্যবহার করা।

সূত্র : আরব নিউজ ও আল-আরাবিয়া


আরো সংবাদ



premium cement