২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শেষ হলো ইরানের আকাশ প্রতিরক্ষা মহড়া; সাফল্য শতভাগ

ইরানের আকাশ প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়া
শেষ হলো ইরানের আকাশ প্রতিরক্ষা মহড়া; সাফল্য শতভাগ - ছবি : সংগৃহীত

ইরানের আকাশ প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়া শেষ হয়েছে। খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, মহড়ার লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে।

মহড়া চলাকালে কোনো ধরণের দুর্ঘটনা ঘটেনি। নিরাপত্তা সংক্রান্ত সব বিধি মেনেই এই মহড়া চালানো হয়েছে। মহড়া শুরুর আগে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার সবই বাস্তবায়িত হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে গত মঙ্গলবার এই মহড়া শুরু হয়ে বুধবার রাতে শেষ হয়। এই মহড়ার নাম দেয়া হয় গার্ডিয়ানস অফ বেলায়াত স্কাই-১৪০০। ইরানের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে।

মহড়ায় জওশান ও খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে। দু’টি ব্যবস্থাই নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement

সকল