১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তানের পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন - ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তান পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে। শনিবার রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে।

পুতিন করোনা প্রতিরোধে আইসোলেশনে থাকলেও ভিডিও লিঙ্কের মাধ্যমে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ও কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সম্মেলনে উপস্থিত ছিলেন। তাজিকিস্তানের রাজধানী ডুসানবেতে ওই সম্মেলন দু’টো অনুষ্ঠিত হয়েছিল।


ওই শীর্ষ সম্মেলনে দেয়া বিবৃতিতে পুতিন বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মাদক পাচার ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তাই যুক্তরাষ্ট্র ও ন্যাটোকেই যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement