২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ডাক্তারদের গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে আরব আমিরাত

- ছবি : সংগৃহীত

সকল অভিবাসী ডাক্তারদের গোল্ডেন ভিসার সুযোগ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ গোল্ডেন ভিসার আওতায় দীর্ঘ মেয়াদে আরব আমিরাতে অবস্থান করা যায়। বুধবার আরব আমিরাতের একটি স্থানীয় গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।

গোল্ডেন ভিসার আওতায় সকল অভিবাসী ডাক্তারদেরকে তাদের পরিবারসহ দশ বছর আরব আমিরাতে থাকার অনুমতি দেয়া হবে। এ গোল্ডেন ভিসার জন্য এ thesmartservices.ica.gov.ae website ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এছাড়াও, আরব আমিরাতের সাত রাজ্যে ভিসা ও নাগরিকত্ব বিষয়ক কর্তৃপক্ষ বিভিন্ন কেন্দ্র স্থাপন করেছে সমগ্র দেশজুড়ে। এর মাধ্যমে ডাক্তাররা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

২০১৯ সালে আরব আমিরাত সরকার গোল্ডেন ভিসার কার্যক্রম চালু করে। এ ভিসার মাধ্যমে একজন বিদেশী দীর্ঘ সময়ের জন্য আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। এ ভিসার মেয়াদ পাঁচ বছর আথবা ১০ বছর। এছাড়া এ ভিসাটি স্বয়ংক্রিয়ভাবেই পুনরায় ব্যবহারযোগ্য বা রিনিউ হয়ে যায়।

সূত্র : দ্যা সিয়াসাত নিউজ


আরো সংবাদ



premium cement