২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাহসী প্রতিরোধ যুদ্ধের কারণে জয় খুবই নিকটে : সিনওয়ার

ইয়াহিয়া সিনওয়ার - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মেলনে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন, ‘সাহসী প্রতিরোধ যুদ্ধের কারণে জয় খুবই নিকটে।’ স্থানীয় সময় রোববার গাজার ওই সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওই সম্মেলনে তিনি ফিলিস্তিনের জনগণেকে জোর গলায় বলেন, ‘তারাই হলো ওই জনবল যারা এ বিজয়ের নেপথ্য শক্তি হিসেবে কাজ করেছেন। তারা নিপীড়ন, ক্ষুধা, অবরোধ ও ধ্বংস সহ্য করেও প্রতিরোধের পথ বেছে নিয়েছেন। তারা বছরের পর বছর প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছেন।’

তিনি এক বিশিষ্ট ফিলিস্তিনি ব্যক্তির প্রশ্নের উত্তরও দেন। ওই বিশিষ্ট ব্যক্তি আশা প্রকাশ করেছেন যে তার কবর যেন জেরুসালেমে হয়। তার উত্তরে ইয়াহিয়া সিনওয়ার বলেন, আল্লাহ চান তো, ইসরাইলের অধিকৃত ভূখন্ডে নয় বরং স্বাধীন ফিলিস্তিনের জেরুসালেমে আপনাকে কবর দেয়া হবে।

তিনি আরো বলেন, আমি নিশ্চিত আপনার মতো আরো অনেক ব্যক্তিই আছেন যারা বার্ধক্যে পৌঁছে গেছেন। কিন্তু, প্রতিরোধ যুদ্ধের মহাবিজয়ের জন্য তাদের মধ্যে যুবকের প্রাণশক্তি বিদ্যমান। তারা কলাসনিকভ (একে-৪৭) হাতে পেতে উদগ্রীব।

ইয়াহিয়া সিনওয়ার তার বক্তব্য শেষ করেন এ কথা বলে যে আমরা দোয়া করছি খুব দ্রুতই যেন আল-আকসা মসজিদ স্বাধীন হয়।

সূত্র : দ্যা গাজা পোস্ট


আরো সংবাদ



premium cement