২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মক্কায় সামাজিক দূরত্ব বজায়ে জমজম পানি বিতরণে নিয়েজিত রোবট

জমজম পানি সরবরাহে নিয়োজিত রোবট - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রাখার অংশ হিসেবে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে জমজম পানি বিতরণে রোবট নিয়োজিত করা হয়েছে। শনিবার থেকে মসজিদুল হারামে জেয়ারতকারীদের জন্য এই ব্যবস্থাপনা চালু করা হয়।

মসজিদুল হারামে জমজম পানি সরবরাহের ব্যবস্থাপক বদর আল-লোকমানি বলেন, ‘এই রোবটগুলির উদ্দেশ্য কোনো মানুষের সংযোগ ছাড়াই ব্যক্তিগত সেবা সরবরাহ করা।’

তিনি জানান, বর্তমানে মসজিদে জেয়ারতকারীদের সহায়তায় ২০টি রোবট রয়েছে। তবে প্রয়োজনে আরো রোবট আনা যেতে পারে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও হজে সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ করতে দেয়া হচ্ছে না। বিগত পাঁচ বছর হজ করেননি, এমন সৌদি নাগরিক ও দেশটির বাসিন্দাদের মধ্যে থেকে মাত্র ৬০ হাজার ব্যক্তি এই বছর হজের সুযোগ পাবেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement