২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলে জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ইসরাইলি প্রেসিডেন্ট রিওভেন রিভলিনের সাথে নতুন গঠিত মন্ত্রিসভা - ছবি : এএফপি

ইসরাইলে নতুন গঠিত জোট সরকারের বিরুদ্ধে দেশটির আইনসভা নেসেটে দুইটি পৃথক অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের গঠিত মন্ত্রিসভার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়।

প্রথম প্রস্তাবটি ক্ষমতা থেকে সম্প্রতি বিদায় নেয়া বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ দলের পক্ষ থেকে আনা হয়েছে। প্রস্তাবে বলা হয়, 'মিথ্যা ও জনগণকে ধোকা দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং তার প্রতি জনগণের কোনো সম্মতি নেই।'

নেসেটে লিকুদের চেয়ারম্যান মিকি জোহার এই অনাস্থা প্রস্তাব দাখিল করেন। সোমবার নেসেট সদস্য ওফির আকুনিস এই প্রস্তাব উত্থাপন করবেন।

অপরদিকে শাস ও ইউনাইটেড তোরাহ জুদাইজমের উদ্যোগে পৃথক আরেকটি অনাস্থা প্রস্তাব আনা হয়।

এতে বলা হয়, 'ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যারা মনে করছেন ইহুদি ধর্ম বাধা ও অতিরিক্ত বোঝা, যা সরানো প্রয়োজন।'

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement