২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গাজায় ইসরাইলি হামলা সম্ভবত যুদ্ধাপরাধ : জাতিসঙ্ঘ

গাজায় ইসরাইলি হামলা সম্ভবত যুদ্ধাপরাধ : জাতিসঙ্ঘ - ছবি- সংগৃহীত

জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাসেলেট বলেছেন, সম্প্রতি গাজায় ইসরাইলি হামলা সম্ভবত যুদ্ধাপরাধ। সামরিক উদ্দেশে ভবনে ইসরাইল হামলা চালিয়েছে বলে কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের এক বিশেষ অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যকার প্রাণঘাতী সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এই জাতিসঙ্ঘের কর্মকর্তা। তিনি বলেন, যদিও ইসরাইল বেশ কিছু পূর্বসতর্কতা নিয়েছে। কোনো কোনো ঘটনায় হামলার আগে সতর্কবার্তা দিয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিমান হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি হয়েছে। এ ছাড়া বেসামরিক অবকাঠামোগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনার বলেন, যদি এই হামলায় বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনায় প্রভাব বাছ-বিচারহীন ও অনুপাতহীন হয়, তবে এমন হামলায় সম্ভবত যুদ্ধাপরাধ সঙ্ঘটিত হয়েছে।

যুদ্ধবিরতি হওয়ার আগে উপত্যকাটিতে ইসরাইলি বাহিনী নির্বিচার বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৬টি শিশু ও ৩৯ জন নারী রয়েছে। ১১ দিনের এই সহিংসতায় এক হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement