১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এবারের মতো ক্ষতির শিকার ইসরাইল আর কখনো হয়নি : হামাস

এবারের মতো ক্ষতির শিকার ইসরাইল আর কখনো হয়নি : হামাস - ছবি : ইয়েনি সাফাক

গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসাম জানিয়েছে, ইসরাইল এবারের যুদ্ধে যত ক্ষতির শিকার হয়েছে, ইতোপূর্বে আর কখনো তা হয়নি। ১৯৪৮ সালের যুদ্ধের পর কোনো দেশই এই ক্ষতির এক দশমাংশও করতে পারেনি। আর গাজা উপত্যকায় হামলার জবাব দিতে কোনো রেড লাইন নেই বলেও সংগঠনটি জানিয়েছে।

বৃহস্পতিবার আল-আকসা টিভিতে সম্প্রসারিত এক বক্তৃতায় গ্রুপটির মুখপাত্র আবু ওবায়দা বলেন, আগ্রাসনের জবাব দেয়ার কোনো রেড লাইন নেই।

তিনি বলেন, আমাদের অস্ত্র, আমাদের শক্তি সঞ্চয় আমাদের ভূমি রক্ষার জন্য, আমাদের জনগণকে রক্ষার জন্য আমাদের পবিত্র স্থান উদ্ধারের জন্য।

তিনি গাজা সিটি কমান্ডার বাসেম ইসাসহ ইসরাইলি বিমান হামলায় নিহত গ্রুপের সব নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞঅপন করে তাদেরকে বীর হিসেবে অভিহিত করেন।

আবু উবায়দা বলেন, ইসরাইলের সাথে চলমান যুদ্ধ অনন্য। কারণ, ইসরাইলি আগ্রাসন প্রতিরোধে এটা ঐক্যবদ্ধ অবস্থান।

তিনি বলেন, ইসরাইলি দুর্গে আঘাত হানার জন্য আরো চমকপ্রদ অস্ত্র রয়েছে। আর কাসামের আক্রমণে শত্রুর দুর্বলতা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, সামরিক সক্ষমতার দিক থেকে পার্থক্য থাকলেও আমরা বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছি। নাকবার পর থেকে কোনো দেশ এত ক্ষতির এক দশমাংশও করতে পারেনি। উল্লেখ্য, ১৯৪৮ সালে জায়নবাদী হাতে ফিলিস্তিনিদের বিতাড়নের সাথে সম্পর্কিত নাকবার মাধ্যমেই ইসরাইল রাষ্ট্র সৃষ্টি হয়।

তিনি বলেন, পানি পান করার চেয়ে তেল আবিব, জেরুসালেম, ডিমোনা, অ্যাশকেলন, অ্যাশদদ, বীরশেবায় বোমা হামলার সিদ্ধান্ত নেয়া অনেক সহজ।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল