২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইসরাইলি হামলার বিরুদ্ধে পদক্ষেপে বিশ্বের প্রতি দাবি জানালেন এরদোগান

রজব তাইয়েব এরদোগান - ছবি : সংগৃহীত

মসজিদুল আকসা, জেরুসালেম ও ফিলিস্তিনিদের বসতবাড়ির ওপর ইসরাইলি হামলার বিরুদ্ধে বিশ্বকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এরদোগান টুইটারে প্রকাশিত এই বিবৃতিতে বলেন, ‘জেরুসালেম সমগ্র বিশ্বের প্রতিরূপ আর সেখানকার মুসলিমরা হলেন সমগ্র মানবতার প্রতীক।’

তিনি বলেন, পবিত্র নগরী জেরুসালেমের সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলিমের কর্তব্য।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি প্রার্থনাঘরে প্রতিটি হামলা, বিশেষ করে আল-আকসা ও মুসলিমদের ওপর আক্রমণ আমাদের নিজেদের ওপর আক্রমণ। নিজেদের মানুষ দাবি করা প্রত্যেকেরেই ব্যক্তিগত দায়িত্ব জেরুসালেমের পবিত্রতা নষ্টকারী অত্যাচারীদের বিরোধিতা করা, যা তিন ধর্মের মানুষের কাছে পবিত্র।’

বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, চুপ থাকা এ হামলার বিরুদ্ধে কোনো উপযুক্ত জবাব নয়। ইসরাইলের রাষ্ট্রশক্তি কর্তৃক পরিচালিত এ হামলায় চুপ থাকার অর্থ অত্যাচারীদের সমর্থন করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে যে অত্যাচার চলছে তাকে উৎসাহিত করা।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদে ইসরাইলি আদালতের রায়ের জেরে গত এক সপ্তাহ জেরুসালেমসহ পুরো ফিলিস্তিনে অস্তিরতা বিরাজ করছে। ফিলিস্তিনিরা এই আদেশের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন।

ফিলিস্তিনিদের বিক্ষোভের জেরে শুক্র ও শনি, পরপর দুই রাতে মসজিদুল আকসাসহ জেরুসালেমের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলায় চালায় ইসরাইলি বাহিনী। হামলায় শুক্রবার রাতে দুই শ’র বেশি ও শনিবার রাতে ৯০ জন ফিলিস্তিনি আহত হন। এছাড়া ইসরাইলি নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ ইসরাইলি হামলায় গাজায় আরো ৭১ জন নিহত পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে : দুদু যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের এন্ডারসন লড়াই ছাড়া পথ নেই : নোমান

সকল