২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফিলিস্তিনিরা অবশ্যই তাদের নিজ মাতৃভূমিতে ফিরবে’ : রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি - ছবি সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে এবং মসজিদুল আকসা ও আল-কুদস মুক্ত হবে।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন হাসান রুহানি।

তিনি আসন্ন কুদস দিবস উপলক্ষে বলেন, আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবস। ইরানের ইতিহাসে এটি একটি গৌরবময় দিন। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন, একদিন মসজিদুল আকসা ও আল-কুদস মুক্ত হবে আর ফিলিস্তিনিরা তাদের নিজ মাতৃভূমিতে ফিরবে।

তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। দেশের জনগণকে বলছি ওদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে খুব শিগগিরই সব নিষেধাজ্ঞা তুলে নেবে তারা।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিপক্ষ এটা ভালো করেই জানে আইনের পথে ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই, তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতেই হবে।

রুহানি বলেন, এখন ইহুদিবাদীদের মাতমের সময় চলছে। কারণ, তারা যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে ইরানের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্রও সফল হয়নি।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement