১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মরুভূমিতে অর্ধ চন্দ্রাকৃতির হ্রদ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

দুবাইয়ে মরুভূমিতে অর্ধ চন্দ্রাকৃতির হ্রদ - ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মরুভূমিতে অর্ধ চন্দ্রাকৃতির এক হ্রদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।

দুবাইয়ে বাস করা ফটোগ্রাফার মোস্তফা একটি ড্রোন ক্যামেরার সাহায্যে এই ভিডিও ধারণ করেন। ১৫ এপ্রিল তিনি এই ভিডিও তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এ ভিডিওটি তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার লাইক ও মন্তব্য পায়।

দুবাইয়ের লোকচক্ষুর আড়ালে থাকা মরুভূমির বুকে অর্ধ চন্দ্রাকৃতির এই হ্রদকে রমজানের যথার্থ উপহার হিসেবে মন্তব্য করছেন নেটিজেনারা। বালিয়ারির মাঝে গুল্ম জাতীয় ঝাউ গাছ ঘিরে থাকা এই হ্রদটি যেন ছায়াপথের অসংখ্য তারার মাঝে সত্যিকার চাঁদের মতো জ্বলজ্বল করছে।

ভিডিওর ক্যাপশনে মোস্তফা লিখেন, ‘আমি দুবাইয়ের মরুভূমির মাঝখানে একটি চন্দ্রাকৃতির হ্রদ পেয়েছি। এটি আরেকটি গোপন রত্ন, বন্য জীবনে পূর্ণ এবং দৃষ্টির আড়ালে থাকা এক নির্মল প্রাকৃতিক সৌন্দর্য।’

তিনি আরো বলেন, ‘এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যও অসাধারণ।’

সূত্র : খালিজ টাইমস


আরো সংবাদ



premium cement