২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলের বিরুদ্ধে মসজিদুল আকসা থেকে ইফতারের সামগ্রী জব্দের অভিযোগ

সংবাদ সম্মেলনে মসজিদুল আকসার ইমাম শেখ মুহাম্মদ হুসাইন - ছবি : মিডল ইস্ট মনিটর

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের মসজিদুল আকসা থেকে ইফতার সামগ্রী জব্দ করায় ইসরাইলি বাহিনীকে অভিযুক্ত করেছেন জেরুসালেমের গ্র্যান্ড মুফতি ও মসজিদুল আকসার ইমাম শেখ মুহাম্মদ হুসাইন। একইসাথে মসজিদের মিনারে যাওয়ার দরজা বন্ধ করে দেয়া এবং আজান বন্ধ করতে লাউডস্পিকারের সংযোগ কেটে দেয়ার অভিযোগও করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করেন শেখ মুহাম্মদ হুসাইন।

বিবৃতিতে তিনি আরো জানান, রমজানের শেষ দিনগুলোতে মসজিদুল আকসায় কথিত ইহুদি সংগঠন 'টেম্পল গ্রুপস' হামলার হুমকি দিয়েছে।

তবে হুমকি সত্ত্বেও 'মসজিদুল আকসা এর চত্ত্বর কলুষিত করতে চাওয়া ব্যক্তিদের জন্য অভেদ্য থাকবে' বলে মন্তব্য করেন শেখ মুহাম্মদ হুসাইন।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ রুখতে মসজিদুল আকসায় উপস্থিতি জোরদার করার জন্য ফিলিস্তিনিদের প্রতি বিবৃতিতে আহ্বান জানান তিনি।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement