২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

গাজায় বিমান হামলা - ছবি : সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার গাজা থেকে রকেট হামলার অভিযোগে এই হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার সকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনী গাজা থেকে ইসরাইলে প্রবেশ করা এক বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করে।

পরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে রকেট হামলা চালায়। রকেটটি ইসরাইলি ভূখণ্ডে এক খোলা প্রান্তরে আঘাত হানে। এ সময় ইসরাইলের দক্ষিণের শহর সিডেরট, ইবিম ও নির আমে সাইরেন বেজে ওঠে।

রকেট হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী গাজায় কথিত হামাস ঘাঁটিতে অন্তত ছয়বার বিমান হামলা করে বলে ইসরাইলি সংবাদমাধ্যম খবর জানায়।

ইসরাইলের নিরাপত্তাবাহিনীর মুখপাত্র বলেন, হামাসের রকেট হামলার জবাবে বৃহস্পতিবার রাতে গাজায় বিমান হামলা করা হয়েছে।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement