২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নোরাই হচ্ছেন প্রথম আরব মহাকাশচারী

নোরা অল-মাত্রুশি - ছবি সংগৃহীত

মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য বছর সাতাশের তরুণী নোরা আল-মাতরুশি বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন কোনো আরব মহিলা। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা।

২০২৪ সালের মধ্যে চাঁদে রোভারের মতো যান পাঠাতে চায় আমিরাত। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে ঘাঁটি তৈরি করতে চায় তারা। ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান হাজ্জা আল মনসুরি। তিনিই আমিরাতের প্রথম মহাকাশচারী। ২০২১ সালে নোরার পাশাপাশি নাসা-য় প্রশিক্ষণ নেবেন ওই দেশের মোহম্মদ আল-মুল্লা।

দুবাইয়ের মোহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪,৩০০ আবেদনকারীর মধ্যে বিজ্ঞানে দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, শারীরিক, মানসিক ও মেডিক্যাল পরীক্ষার পরে তাকে বেছে নেয়া হয়েছে। নোরা টুইটারে লিখেছেন, ‘দেশ আমাকে অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হওয়ার সুযোগ দিলো। দেশবাসীর মনে চিরকাল গাঁথা থাকে এমন কৃতিত্ব অর্জনের চেষ্টা করব আমি। তার প্রস্তুতি শুরু করছি।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement