১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইরানের পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্নতা, নাশকতার অভিযোগ তেহরানের

নাতানজের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রের স্যাটেলাইট ছবি - ছবি : বিবিসি/রয়টার্স

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের ভুগর্ভস্থ একটি পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনায় নাশকতার অভিযোগ করছে তেহরান। রোববার নাতানজের ওই পরমাণু কেন্দ্রে নাশকতার এই অভিযোগ করেন ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) প্রধান আলী আকবর সালেহি ।

তবে নাশকতার এই ঘটনার জন্য কাউকে স্পষ্টভাবে দায়ী করেনি ইরান।

এর একদিন আগে ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের নতুন সরঞ্জাম উন্মোচন করে।

আলী আকবর সালেহি তার বক্তব্যে বলেন, 'নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের বিরুদ্ধে এই কর্মকাণ্ড প্রমাণ করছে দেশটির শিল্প ও রাজনৈতিক অর্জনের বিরোধীদের পরাজয় যারা পরমাণু শিল্পের তাৎপর্যপূর্ণ উন্নতিকে রুখতে চেয়েছে।'

বিশ্বশক্তির সাথে ২০১৫ সালে ইরানের পরমাণু চুক্তির দিকে ইঙ্গিত করে আলী আকবর সালেহি বলেন, ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিরোধীরাই এই নাশকতা চালিয়েছে।

ইরানের বিরুদ্ধে এই 'পরমাণু সন্ত্রাসের' নিন্দার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতি আহ্বান জানান সালেহি।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম কান পাবলিক রেডিও দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের পরমাণু কেন্দ্রটিতে সাইবার হামলা চালিয়ে ওই কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।

তবে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল।

এর আগে রোববার এইওআই মুখপাত্র বেহরুজ কামালওয়ান্দি ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির কাছে রাজধানী তেহরানের ৩১৬ কিলোমিটার দক্ষিণের ওই পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ সংযোগে 'সমস্যার' কথা জানান। তবে এতে কোনো প্রাণহানী বা পরিবেশ দূষণ হয়নি বলে জানান তিনি।

গত বছরের জুলাই মাসে নাতানজের পরমাণু কেন্দ্রে বিশাল এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো লোক হতাহত হয়নি।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় ইরান 'অন্তর্ঘাতমূলক' হামলার অভিযোগ করে বলে, হামলার জন্য 'অভ্যন্তরীণ গুপ্তচরদের' ভূমিকার জোরালো সন্দেহ করা হচ্ছে।

তবে ইরানি কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

ইরানি পার্লামেন্টের সদস্য মালেক শরিয়তি নিয়াসার এক টুইট বার্তায় রোববারের ঘটনাকে 'গুরুতর সন্দেহজনক' মন্তব্য করে দেশটির পরমাণু কেন্দ্রে সম্ভাব্য 'অন্তর্ঘাত ও অনুপ্রবেশের' জন্য উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ইরানি পার্লামেন্টের সদস্যরা এই ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করছেন।

এদিকে আইএইএর এক মুখপাত্র জানিয়েছেন, 'সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে আমরা সচেতন আছি। এই পর্যায়ে আমাদের কোনো মন্তব্য নেই।'

এর আগে শনিবার দেশটির পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে ইরান পরমাণু ক্ষেত্রে তাদের ১৩৩ 'অর্জন' উন্মোচন করে। এতে নাতানজে দেশটির বৃহত্তম পরমাণু কেন্দ্রটির উন্নয়ন প্রদর্শন করা হয়।

বিশ্বশক্তির সাথে ২০১৫ সালে সম্পাদিত ইরানের জয়েন্ট কমপ্রেহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) শীর্ষক চুক্তির পুনরায় চালুর বিষয়ে শুক্রবার ভিয়েনায় প্রথম দফার আলোচনার সমাপ্ত হয়। এই সপ্তাহ থেকেই নতুন করে দ্বিতীয় দফায় আবার আলোচনা শুরুর কথা রয়েছে।

২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি পরমাণু চুক্তি স্বাক্ষর করে। জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সীমিত পরমাণু কর্মসূচি জোরদার করে।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছেন, ইরানকে আগে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগে দেশটির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করছে।

সূত্র : আলজাজিরা ও বিবিসি


আরো সংবাদ



premium cement

সকল