২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করল সুদান

ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করল সুদান - ছবি : মিডল ইস্ট মনিটর

ইসরাইলকে বয়কট করার একটি আইন বাতিল করেছে সুদান। ওই আইনে ইসরাইলকে বয়কট করার বিষয়টির স্বীকৃত ছিল। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হবার পর থেকেই ইসরাইল ওপর এ আইনটি আরোপ করে সুদান। মঙ্গলবার সুদানের মন্ত্রী পরিষদ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বলে আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে বলেছে।

ওই বিবৃতিতে বলা হয়, সুদানের মন্ত্রী পরিষদ আজ তাদের সভায় একটি নতুন আইন প্রণয়ন করেছে। এ আইনের মাধ্যমে ১৯৫৮ সাল থেকে ইসরাইলের ওপর বয়কটের বিষয়ে যে আইন ছিল তা বাতিল করা হয়েছে।

এ বিবৃতিতে নিশ্চয়তা দেয়া হয়েছে যে ফিলিস্তিনি ইস্যু সমাধানে সুদান সবসময় সক্রিয় থাকবে। সুদানের মতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এ ইস্যুর নিষ্পত্তি হবে।

এ বিবৃতিতে এ বিষয়টিও উল্লেখ করা হয় যে এ আইনটি তখনই প্রয়োগ করা হবে যখন চূড়ান্তভাবে এ আইনটি মন্ত্রিসভা ও সার্বভৌম পরিষদ কর্তৃক স্বীকৃত হবে।

সুদান গত বছর যুক্তরাষ্ট্রের চাপে ইসরাইলের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করে। এ স্বীকৃতিদানের পর যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়।

সূত্র : মিডল ইস্ট মিরর


আরো সংবাদ



premium cement