১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচনের আগে আমিরাত যাচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী

বেনিয়ামিন নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে সফরের পরিকল্পনা অস্বীকার করেছেন। বুধবার ইসরাইলের আর্মি রেডিওর কাছে এক সাক্ষাতকারে তিনি বলেন, ২৩ মার্চ ইসরাইলের সাধারণ নির্বাচনের পর তিনি উপসাগরীয় দেশটিতে সফর করবেন।

ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রধান সাক্ষাতকারে বলেন, 'নির্বাচনের আগে আমি আবুধাবি যাচ্ছি না, পরে সেখানে যাবো।'

এর আগে বুধবার ইসরাইলি সংবাদপত্র 'ইসরাইলি হাইউম' জানানয়, বৃহস্পতিবার নেতানিয়াহু আমিরাত সফর করতে যাচ্ছেন।

এ দিকে ইসরাইলের চ্যানেল-১২ বলেছে, নেতানিয়াহু তার নির্বাচনী প্রচারণায় আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ব্যবহার করায় সংযুক্ত আরব আমিরাত ক্ষোভ প্রকাশ করেছে।

চ্যানেল-১২ এর সূত্র অনুসারে, নেতানিয়াহুর সোমবারের বিবৃতি সংযুক্ত আরব আমিরাতকে হতবাক করেছে। ওই বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ‘স্বেচ্ছায়’ ইসরাইলে ৪০ বিলিয়ন ইসরাইলি শেকেল বা ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় এক লাখ এক হাজার ৭১৮ কোটি টাকার বেশি) বিনিয়োগ করতে চান।

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস বুধবার এক টুইট বার্তায় জানিয়েছেন, ইসরাইলি নির্বাচনে তার দেশ কোনো ধরনের হস্তক্ষেপ থেকে দূরত্ব বজায় রেখেছে।

এর আগে গত বছরে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ইসরাইলি প্রধানমন্ত্রীর কয়েক দফা আমিরাত সফরের উদ্যোগ স্থগিত হয়ে যায়। গত সপ্তাহে দেশটিতে নেতানিয়াহু একদিনের সফরে আসার পরিকল্পনা করলেও জর্দানের আকাশসীমা ব্যবহারে অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত ওই সফর স্থগিত করা হয়।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement
চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’

সকল