১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া

পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া - ছবি : সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ কথা বলেছেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য রাশিয়া মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে প্রস্তুত।

ভিয়েনায় মার্কিন মিশনের পক্ষ থেকে এক টুইটার বার্তার জবাবে মিখাইল উলিয়ানভ একথা বলেন। মার্কিন মিশন থেকে বলা হয়েছে, মিত্রদের ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র অর্থবহ কূটনৈতিক তৎপরতা শুরু করতে প্রস্তুত যাতে পরমাণু সমঝোতায় দু’পক্ষের ফেরা সম্ভব হয়।

এর আগে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইআইএ-তে ইরানের বিরুদ্ধে শক্ত প্রস্তাবনা তোলার প্রক্রিয়া স্থগিত করলে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ তার প্রশংসা করেন।

তিনি আরেকটি টুইটার বার্তায় বলেছিলেন, ‘চারপাশে অনেক রকমের নেতিবাচক তথ্য ঘুরছে তবে আমরা যা ভাবছি বাস্তবতা ততটা খারাপ নয়।’

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement