২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আরব রাষ্টগুলোর সাথে আঞ্চলিক প্রতিরক্ষা জোট তৈরির চেষ্টা ইসরাইলের

- প্রতীকী ছবি

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল ‘ইরানি হুমকি’ মোকাবেলায় কিছু আরব রাষ্ট্রের সাথে আঞ্চলিক প্রতিরক্ষা জোট তৈরির জন্য পশ্চিমা দেশগুলোর সাথে যোগাযোগ করছে। দেশটির সংবাদপত্র মাকানে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে আরব দেশগুলোর কর্মকর্তাদের সাথে ইসরাইলি কর্মকর্তাদের যোগাযোগ বেড়েছে।’

এতে আরো বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফার মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে এই প্রসঙ্গ আলোচনা করা হয়। অপরদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ও জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর মধ্যে এই ইস্যুতে এক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল ইয়েমেনের দ্বীপ সোকোতরাতে যৌথ এক গোয়েন্দা ঘাঁটি তৈরির পরিকল্পনায় কাজ শুরু করেছে বলে ফরাসি ভাষার ইহুদি সাইট জেফোরামের এক প্রতিবেদনে জানানো হয়। ইয়েমেনের দক্ষিণে আরব সাগরের ৩৫০ কিলোমিটার অভ্যন্তরে এই গোয়েন্দা ঘাঁটি তৈরির কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement