১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইরাকে পোপ ফ্রান্সিসের ঐতিহাসিক সফর

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি বিমানবন্দরে পোপকে স্বাগত জানান। - ছবি : রয়টার্স

এক ঐতিহাসিক সফরে ইরাক গেলেন পোপ ফ্রান্সিস। চার দিনের সরকারি সফরে শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদ পৌঁছান তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইরাকিয়ায় পোপ ফ্রান্সিসের বিমানের অবতরণ দৃশ্য সরাসরি সম্প্রচার করে।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি, বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তা ও ইরাকের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের ধর্মীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান।

ইরাকে এটাই প্রথম কোনো ভ্যাটিকান ধর্মগুরুর সফর। এছাড়া, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর পোপ ফ্রান্সিসের প্রথম বিদেশ সফর হলো এ ইরাক সফর।

সূত্র : ইয়েনি সাফাক


আরো সংবাদ



premium cement