১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

পরমাণু সমঝোতায় ফেরা ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ নেই : ইরান

আলি রাবিয়ি - ছবি : পার্সটুডে

ইরানের মুখপাত্র আলি রাবিয়ি বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসা ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ নেই। তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রাবিয়ি আরো বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। এখন পরমাণু সমঝোতায় ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কিছু অবশিষ্ট নেই।

ইরান সরকারের মুখপাত্র বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সেজন্য প্রথম থেকেই চেষ্টা করে এসেছে। ইরানের পরমাণু ইস্যুকে নিরাপত্তা বিষয়ক হুমকি হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারের মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমেরিকা নিজেই এখন স্বীকার করছে, তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান।

এই সমঝোতার ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের সর্বসাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement