২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘আরব বসন্ত এখনো শেষ হয়নি’

মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী আবদেল-ইলাহ বেনকিরানে - ছবি : সংগৃহীত

মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী আবদেল-ইলাহ বেনকিরানে বলেছেন, আরব বসন্ত এখনো শেষ হয়ে যায়নি। তাই আরব নেতাদের উচিত তাদের জনগণের সাথে সম্পর্কের সমন্বয় করা।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরব কাউন্সিলের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠানে বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি।

‘দি আরব স্প্রিং : লেসনস অ্যান্ড ফিউচার চ্যালেঞ্জ’ শিরোনামের এই সম্মেলনে তিনি বলেন, ‘এমন একদিন আসবে যেদিন আরব বিশ্বের কর্তৃত্ববাদী শাসকরা পালানোর জন্য আশ্রয় খুঁজবেন কিন্তু তারা তা পাবেন না।’

তিনি বলেন, ‘তাদের জন্য উত্তম হবে জনগণের সাথে তাদের সম্পর্কের সমন্বয় করে নেয়া।’

আরব বসন্তের লক্ষ্য সম্পূর্ণ অর্জনে মরক্কোর অনেক দূর এগুতে হবে স্বীকার করলেও বেনকিরানে বলেন, এই অঞ্চলের অন্য দেশগুলোর জন্য উত্তর আফ্রিকার দেশটি বিপ্লবের সফল এক মডেল হিসেবে উপস্থাপিত হতে পারে।

২০১১ সালে আরববিশ্বের বিভিন্ন দেশের একনায়কদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ ‘আরব বসন্ত’ হিসেবে পরিচিত। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে শুরু হওয়া কর্মসংস্থানের সুযোগ, উন্নত জীবনযাত্রা, গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে এই আন্দোলন বিভিন্ন আরব দেশেই ছড়িয়ে পড়েছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement