২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইরানের উদ্ভাবিত করোনা টিকা ৯০ ভাগ কার্যকর

করোনাভাইরাস প্রতিরোধী টিকা - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইরানের উদ্ভাবিত টিকার প্রাথমিক ফলাফলে ৯০ ভাগ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে (ইরনা) টিকার উদ্ভব ও বিতরণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়।

ইরানের উদ্ভাবিত কোভইরান বারেকেত টিকা প্রকল্পের প্রধান মোহাম্মদ রেজা সালেহি ইরনাকে দেয়া সাক্ষাতকারে বলেন, প্রথম দফায় পরীক্ষামূলকভাবে টিকা গ্রহণকারীদের ৩৫ স্বেচ্ছাসেবককে নিরীক্ষণ করে দেখা গেছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যাশার চেয়ে উত্তমভাবে কাজ করছে।

তিনি বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা নেয়া ৯০ ভাগ মানুষের রোগ প্রতিরোধের সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।’

তিনি জানান, নিখুঁত ফলাফলের জন্য আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে মোট ৫৬ স্বেচ্ছাসেবককে টিকার প্রথম ডোজ দেয়া হয়। এই মাসের শুরুতেই সবার দ্বিতীয় দফার ডোজ সম্পন্ন করা হয়েছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement

সকল