২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাগদাদে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৭, আহত ২৫

বাগদাদে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৭, আহত ২৫ -

ইরাকের রাজধানী বাগদাদের এক বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার বাগদাদের তাইয়ারান স্কয়ারের কাছাকাছি বাব আল-শারজি এলাকায় এক বাজারে এই বোমা হামলার হয়।

বাগদাদ অপারেশনস কমান্ডের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজায়ি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেন, বাব আল-শারজির জনাকীর্ণ ওই বাজারে দুই আত্মঘাতী বোমারু ওই হামলা চালায়। তবে তিনি নিহত বা আহতের কোনো সংখ্যা জানাননি।

তিন পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগের পর তারা নাম গোপন রাখা শর্তে জানান, হামলার ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন।

আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা।

তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর যুদ্ধের পর সাম্প্রতিক বাগদাদে আত্মঘাতী বোমা হামলা কমে এসেছিল। ২০১৯ সালের জুনে সর্বশেষ বাগদাদে আত্মঘাতী বোমা হামলার ঘটে। ওই হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।
সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement