২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অবরোধ প্রত্যাহারের পর কাতারে বিমান চলাচল চালু করলো আমিরাত ও মিসর

ইজিপ্টএয়ারের একটি বিমান দোহা বিমানবন্দর ছেড়ে যাওয়ার মাধ্যমে মিসরের সাথে কাতারের বিমান চলাচল শুরু হয়। - ছবি : সংগৃহীত

সৌদি আরব ও মিত্র তিন আরব দেশের কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর নতুন করে দেশটিতে বিমান চলাচল চালু করেছে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

সোমবার কায়রোর উদ্দেশে ইজিপ্টএয়ারের একটি বিমান দোহা বিমানবন্দর ছেড়ে যাওয়ার মাধ্যমে মিসরের সাথে কাতারের বিমান চলাচল শুরু হয়। এর অল্প কিছু সময় পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি বিমান দোহায় পৌঁছে।

২০১৭ সালের জুনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের বিরুদ্ধে ‘সন্ত্রাসে সহায়তা’ ও ‘ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের’ অজুহাতে দেশটির ওপর অবরোধ চাপিয়ে দেয়। অবরোধের অংশ হিসেবে এই চার আরব দেশ নিজেদের স্থল, সমুদ্র ও আকাশসীমা কাতারের জন্য বন্ধ করে দেয়।

তবে কাতার এসব অভিযোগ অস্বীকার করে।

এ মাসের শুরুতে সৌদি আরবের আল-উলায় জিসিসির ৪৩তম সম্মেলনে সৌদি আরব ও তার মিত্ররা কাতারের ওপর থেকে সাড়ে তিন বছরের অবরোধ তুলে নেয়।

অবরোধ তুলে নেয়ার অংশ হিসেবে নিজেদের আকাশসীমা কাতারের জন্য খুলে দেয় এই চার দেশ।

গত ১১ জানুয়ারি থেকে সৌদি আরব ও কাতারের মধ্যে বিমান চলাচল শুরু হয়।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement