২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গ্রিসে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরাইল ও আমিরাত

গ্রিসে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরাইল ও আমিরাত -

গ্রিসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইসরাইল ও পারস্য উপসাগরীয় আরব দেশ সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম তারা প্রকাশ্য সামরিক সহযোগিতায় অন্তর্ভুক্ত হচ্ছে।

গত শনিবার ইসরাইলের সামরিক সূত্রগুলো এই খবর দিয়েছে। ইসরাইলের দৈনিক মারিভ পত্রিকা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে ইসরাইল ওই মহড়ায় যুক্ত হবে।

গ্রিসে অনুষ্ঠেয় এই মহড়ায় আমেরিকা, কানাডা, স্লোভাকিয়া, স্পেন ও সাইপ্রাসের যুদ্ধবিমান অংশ নেবে। তবে ঠিক কবে মহড়াটি অনুষ্ঠিত হবে তার সুনির্দিষ্ট তারিখ জানায়নি ইসরাইলের ওই পত্রিকা।

পত্রিকাটি বলছে, এর আগেও আরব আমিরাত ইসরাইলের সাথে মহড়ায় যোগ দিয়েছে কিন্তু এবারই তারা প্রকাশ্যে ইসরাইলের সাথে প্রকাশ্য মহড়ায় অংশ নিচ্ছে।

ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্কের সাথে গ্রিসের যখন সামরিক উত্তেজনা চলছে তখন এথেন্স এই মহড়ার আয়োজন করছে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement