২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

‘ইসরাইলি বসতি স্থাপনকারীরা ডোম অব রক ধ্বংসের আহ্বান করছে’

‘ইসরাইলি বসতি স্থাপনকারীরা ডোম অব রক ধ্বংসের আহ্বান করছে’ - ছবি : সংগৃহীত

ইসরাইলি দখলদারি কর্তৃপক্ষ যখন ফিলিস্তিনের জেরুসালেমের আল-আকসা মসজিদ ও ডোম অফ দ্যা রক (কুব্বা-তুস সাখরা) স্থাপনার নিচে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কাজ চালাচ্ছে, তখন ইসরাইলি বসতি স্থাপনকারীরা ডোম অব রক ধ্বংস করার আহ্বান করছে। আল-আকসা মসজিদের ডাইরেক্টর শেখ ওমর আল-কিসওয়ানি শুক্রবার ফিলিস্তিনি আল-কুদস রেডিওতে দেয়া এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন।

সাক্ষাতকারে তিনি বলেন, আল-আকসা মসজিদ ও ডোম অব রক স্থাপনায় যে কার্যক্রম ইসরাইলি কর্তৃপক্ষ চালাচ্ছে, তা স্থাপনাগুলোর জন্য ‘ঝুঁকিপূর্ণ পদক্ষেপ’।

তিনি বলেন, ‘আল-আকসা মসজিদের ভেতরে ইসরাইলি দখলদারদের আচরণ আমরা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। আমরা বিশ্বাস করি বিদেশীদের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে এবং এর পেছনের বিষয় আমাদের জানা নেই।’

তিনি আরো বলেন, ইসরাইলি দখলদাররা আল-আকসা মসজিদের আওকাফ মন্ত্রণালয়ের কর্তৃত্ব প্রত্যাহারের জন্য কাজ করছে। করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দিলেও তারা ইসরাইলিদের মসজিদে যখন-তখন প্রবেশে বরং সহায়তা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আল-আকসা মসজিদ রক্ষা শুধু ফিলিস্তিনি বা জর্ডানিদের দায়িত্ব নয়, বরং সারাবিশ্বের সকল মুসলমানের।’

আল-আকসা মসজিদের ইহুদিকরণ প্রকল্প বন্ধের জন্য ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement