২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় কুয়েত সরকারের পদত্যাগ

সাবাহ আল-খালিদ আল-সাবাহ - ছবি : সংগৃহীত

সরকার গঠনের মাত্র এক মাসের মাথায় কুয়েতের আমিরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েত সরকারের প্রধানমন্ত্রী সাবাহ আল-খালিদ আল-সাবাহ। কুয়েতের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা কুনা এ খবর জানিয়েছে।

তবে এ পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি।

কুয়েতের সরকারি যোগাযোগ কার্যালয় (সিজিসি) জানিয়েছে, ‘সরকার ও পার্লামেন্টের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখার’ কথা উল্লেখ করে সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে। তবে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

গত সপ্তাহে আইনপ্রণেতারা ‘সাংবিধানিক বিচ্যুতির’ অভিযোগে প্রধানমন্ত্রীকে জেরা করার দাবি জানিয়েছিল।

এ জেরার সময় নির্ধারণ করা হয়েছিল ১৯ জানুয়ারি একটি পার্লামেন্ট অধিবেশনে।

নিয়ম অনুযায়ী দেশটির আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-সাবাহের কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ সাবাহ।

সূত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা


আরো সংবাদ



premium cement