২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইরানে তুষার ঝড়ে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৭

ইরানে তুষার ঝড়ে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৭ - ছবি : সংগৃহীত

তুষারপাতের কবলে পড়ে ইরানে ১০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে আলবর্জ পর্বতমালায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন। এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আরো সাতজনের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ অন্য পর্বতারোহীদের সন্ধানে অভিযান চলছে। আহার, দারাবাদ ও কলাকচল স্কি রিসোর্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গত শুক্রবার থেকে পার্বত্যাঞ্চলে প্রচণ্ড তুষারপাত শুরু হয়। কতজন এ পর্যন্ত মারা গেছেন এবং কতজন নিখোঁজ আছেন, তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

রেড ক্রিসেন্ট সোসাইটির ২০টি টিম উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছে।

সূত্র : আনাদুলু ও বিবিসি


আরো সংবাদ



premium cement